সিংগাইরে ধল্লা ইউপির প্যানেল চেয়ারম্যানের পদত্যাগ করার সিদ্ধান্ত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৮নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে সোস্যাল মিডিয়া এখন উত্তাল।

কারণ হিসেবে জানা গেছে, জনগণের আশানুরূপ সেবা দিতে প্রতিনিয়ত বাধা সৃষ্টির কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি জনগনের সেবা দিতে না পারি তাহলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান থেকে লাভ কি?

তিনি আরো বলেন, কাটুন কারখানার ট্রেড লাইসেন্স দেয়ার জন্য কারখানার মালিক গত কয়েকমাস ধরে তার পিছনে পিছনে ঘুরছেন, কিন্ত তিনি পরিষদ থেকে সেই ট্রেড লাইসেন্স ইস্যু করতে পারছেন না। এই রকম হাজারো সমস্যা আছে বলে শেষ করা যাবে না। তবে কখন,কবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন,সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

শিরোনাম