সিংগাইরে ধল্লার বাস্তা থেকে র‌্যাবের হাতে দু’মাদক সম্রাট পাকড়াও

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রাম থেকে র‌্যাব দু’মাদক সম্রাটকে পাকড়াও করেছে।

জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার ঐ গ্রাম নিবাসী শীপন (২৪) এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও ফরিদপুর জেলার একই গ্রাম নিবাসী আর আমিন (২৬) কে গ্রেফতার করে। এ সময় র‌্যাব তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শিরোনাম