সিংগাইরে ধল্লার নয়াপাড়া গ্রামে বাহের ও গফুরের বাড়িতে হামলার ঘটনায় ৯ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে রাতের আাঁধারে বাহের,গফুরসহ কয়েক বাড়িতে হামলার ঘটনায় ডিবি পুলিশ ৯ সন্ত্রাসীকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে।এর আগে এ ঘটনায় পুলিশ আওশী বেগমসহ ২ মহিলাকে গ্রেফতার করে।তারা বর্তমানে জামিনে আছেন।

জানা গেছে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ায় গত ১৩ ও ১৪ নভেম্বর অভিযান চালিয়ে ৯ সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো,সাকিব (২০), মাহিম (১৯), আব্দুল্লাহ (২০),শাওন হোসেন (২০),আরিফুল শেখ (২০),সুলতান বেপারী (১৯),রাকিব হোসেন (১৯), মানিক হোসেন (৩২) ও মো. সোহানুর রহমান (২৬)।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর প্রতিবেশী আওশী বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধাঁরে ভেকু দিয়ে গফুরের বাড়ি গুঁড়িয়ে দেয়।সন্ত্রাসীরা হামলা চালায় বাহেরের বাড়ি।পিটিয়ে আহত করে বাহের ও তার পুত্র আরিফকে।লুট করে বাড়ির বিভিন্ন মালামাল।এ সময় সন্ত্রাসীরা আতংক সৃষ্টির জন্য গুঁলি ও বোমার বিস্ফোরণ ঘটায়।হামলা করে আরো দুই বাড়িতে।

শিরোনাম