সিংগাইরে ধল্লার জায়গীর গ্রামের সেলিমের মাদক ব্যবসা জমজমাট

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামের সেলিমের মাদক ব্যবসা জমজমাট। মাদক ব্যবসার কারণে এলাকার বিভিন্ন পেশার মানুষ বিপথগামী। জানা যায়, ঐ গ্রামের লাল মিয়ার পুত্র সেলিম (৩৫) দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আর এ ব্যবসা করে সে এখন অনেক টাকার মালিক।

আগে তার আর্থিক অবস্থা খারাপ থাকলেও মাদক ব্যবসা করে হাতিয়ে নেয়া অর্থে এখন তার অবস্থা রমরমা। তার মাদক ব্যবসার কারণে এলাকার বিভিন্ন পেশার মানুষ বিপথগামী হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। ছবি–প্রতিকী

শিরোনাম