সিংগাইরে ধল্লার জাহিদুল চেয়ারম্যান যেসব কারণে বরখাস্ত হলেন
স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়াকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা কর্তৃক বরখাস্তকৃত ঐ স্মারকলিপি সূত্রে জানা যায়, চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া পূর্ব আঠালিয়া গ্রামের মাস্তানের বাড়ির মসজিদ হতে বাচ্চু খানের জমি পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম, জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় তার স্ত্রীর নামে একই পরিবারে ২টি ঘর বরাদ্দ এবং সরকারিভাবে বরাদ্দকৃত গভীর নলকূপ তার দুই চাচার বাড়িতে স্থাপন করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।
আর এসব কাজ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ করায় ৩৪ (১) অনুযায়ী ঐ চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়।