কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের চরউলাইল এলাকায় মর্মান্তিকভাবে অটো বাইক চালককে খুন করা হয়েছে। খুনের পর ছিনিয়ে নেয়া হয়েছে তার অটো বাইকটি। মর্মান্তিক এ খুনের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফোর্ড নগর গ্রামের মোল্লাপাড়ার সৌদি প্রবাসী গোলাম আলীর পুত্র সোহন (১৬) তার অটো বাইক নিয়ে সোমবার (১৯ জুলাই) বিকেলে চরউলাইল গ্রামের অদূবর্তী খাসেরচর-হঠাৎপাড়া সড়কের ফাঁকা স্থানে পৌঁছলে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এরপর তার অটো বাইকটি ছিনিয়ে নিয়ে যায়। সোহান অটো বাইক চালানোর পাশাপাশি লেখাপড়া করতো। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনা স্থলে অবস্থান করছিল।
থানার ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করার কাজ চলছে।