সিংগাইরে ধর্ষণের শিকার হয়ে স্কুল ছাত্রী গর্ভবতী,লম্পট আটক

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে ধর্ষণের শিকার হয়ে স্কুল ছাত্রী এখন গর্ভবতী।এ ঘটনা প্রকাশ হবার পর সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যার নির্দেশে থানা-পুলিশ শনিবার(৬ জুলাই) ঝটিকা অভিযান চালিয়ে ঘটনার সাথে সংশ্লিষ্টার অভিযোগে ১ ব্যক্তিকে আটক করেছে।

ভিকটিম ও তার পরিবার জানায়,৬ মাস পূর্বে ঐ গ্রামের মৃত আছের আলীর পুত্র মোহন(৬০) বক্কার মিলিটারির বিল্ডিং এর ছাদে ঐ গ্রামের ভাড়াটিয়া রেণুর স্কুল পড়ুয়া কন্যা(১১)কে মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে। স্কুল পড়ুয়া ঐ কন্যা হঠাৎ গর্ভবতী হয়ে পড়লে লোক-লজ্জার কারণে কারো কাছে বলার সাহস পায়নি। সম্প্রতি ধর্ষিতা ঐ কন্যা তার দাদী যবেদা খাতুনের কাছে সব খুলে বললে ঘটনাটি ফাস হয়।সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা সাংবাদিকদের জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম