স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে দেওলী গ্রামে এক বৃদ্ধার বাড়িতে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। আতংকে দিনাতিপাত করছে ঐ বৃদ্ধার পরিবারের সদস্যরা।
ভিকটিম পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলী গ্রামের মৃত আয়নালের স্ত্রী সাবজান (৬৫) এর বাড়িতে শনিবার ( ১ মে,২০২১) ৩ টার দিকে শত্রতার জের ধরে ঐ গ্রামের ইউপি সদস্য তারা মোল্লা (৪৫), সুরুজ (২২), সুমন (১৯), জিন্নত আলীর পুত্র বাবুল (৪০), ইকরাম (২০), করিমের পুত্র আকাশ (১৮), মৃত রশিদের স্ত্রী আছিরণ (৬০), করিমের স্ত্রী নীপা (২৫), মোহন মোল্লার পুত্র আমিনূর (৩২), জসিম (২৫), জলিলের পুত্র আকতার (২৬), ময়ন মোল্লার পুত্র মিস্টার (২৩) ও মৃত. সোবানের পুত্র তুহিন (২৫)সহ প্রমুখ সশস্ত্র অবস্থায় হামলা চালায়। ১ম দফায় হামলা চালানো হয় বাড়িতে, ২য় দফায় চকে কাশেমের উপর, ৩য় দফায় আবারো বাড়িতে হামলা করা হয়। হামলায় আহত হয় সাবজান, পুত্র কাশেম (৩০), সড়ক দুর্ঘটনায় পঙ্গু পুত্র লিটন (২৭) ও পুত্র বধু রেশমা।
আহতরা প্রাথমিক চিকিৎিসার পর বাড়িতে আছেন। তবে পঙ্গু পুত্রকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছিল। ২ দিন পঙ্গুতে রাখার পর ৩ মে দুপুরে পঙ্গু হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনা হয়েছে। হামলার পর তার এখন বাড়তি চিকিৎসার প্রয়োজন। হামলায় বাড়ির বেড়া কুপিয়ে জখম করা হয়েছে। বাড়ির ভিতরে ভাংচুর করা হয়েছে হ্যালো বাইক।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মুঠোফোনে থানার এসআই আশরাফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, লোকজন ভিকটিমদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে। আমি কোন অভিযোগ পায়নি। অপরদিকে ভিকটিম পুত্রবধু রেশমা জানান, আমি ঘটনার প্রধান ৪ জনকে আসামী করে অভিযোগ দিয়েছি। অভিযোগের পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তার আগে আমাদের ৯৯৯-এ ফোন দিতে হয়েছিল। থানার ওসি আসলাম হোসেনের সাথে মোবাইল ফোনে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলে তিনি লাইন কেটে দেন।