সিংগাইরে দু’সপ্তাহ পেরিয়ে গেলেও কলেজ ছাত্রের হদিস মিলছে না

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইরে কলেজ ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। প্রায় ২ সপ্তাহ ধরে নিখোঁজ আজ অবধি ঐ কলেজ ছাত্রের কোন হদিস মেলেনি।

উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর গ্রামের ফেলাননের পুত্র ও কেরানীগঞ্জ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ছাত্র রায়হান হোসেন সবুজ (১৮) হঠাৎ নিখোঁজ হয়। তবে নিখোঁজের সময় মোবাইল নিয়ে যায়নি। তার সন্ধান না পাওয়ায় গত ৩১ আগস্ট তার ভাই পারভেজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ জানায়, তার সন্ধানের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

শিরোনাম