সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা এলাকার মাদক কারবারি দুই ভাইকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে,মঙ্গলবার(১১ জুলাই) ধল্লা পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাই দাগী মাদক সম্রাট লেবু মিয়া ও মেঘু মিয়াকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এরা দীর্ঘদিন ধরে প্রতাপের সাথে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানূর রহমান জানান,এ ধরণের অভিযান তাদের অব্যাহত থাকবে।