সিংগাইরে তুচ্ছ ঘটনার জের ধরে ধল্লার বাস্তায় যুবক খুন
সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবককে মমৃান্তিকভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছিল।
জানা যায়, বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ঐ গ্রামের ইছাকের পুত্র নাছির (৩৪) গংদের সাথে আক্কেল আমিনের ভাতিজা লাভু গংদের মধ্যে কেরাম বোর্ড খেলা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (৯ জুন) আনুমানিক রাত পৌণে ৯ টার দিকে লাভু ও তার লোকজন বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় কুপিয়ে জখম করে নাসিরকে। হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
নাছিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মাহফুজ রানাও। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশটি ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।