রোববার বেলা সাড়ে ১২টার দিকে তালেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাবিবুল ইসলামের পরিচালনায় উক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, তালেবপুর ইউনিয়নের ওয়েভ ফাউন্ডেশনের লোক মোর্চার সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বিজিবির অব: সুবেদার মোঃ সিরাজুল ইসলাম, তালেবপুর ইউনিয়নের ওয়েভ ফাউন্ডেশনের লোক মোর্চার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন ও তালেবপুর ইউনিয়নের লোক মোর্চার সদস্য মোঃ জামাল প্রমুখ।
বাজেট উপস্থাপন করেন পরিষদের সচিব অপু রাজবংশী। বাজেট সভার সভাপতি চেয়ারম্যান রমজান আলী তার সমাপনী বক্তব্যে বিগত দিনের পুরো উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি তার সমাপনী বক্তব্যে আরো বলেন, তালেবপর ইউনিয়নের একটি রাস্তাও পাকা ছিল না, আমি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাস্তা পাকা হয়েছে। বিভিন্ন রাস্তা নির্মাণ ও রাস্তা সংস্কার করেছি। বিভিন্ন ব্রিজ নির্মাণসহ অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি। আপনাদের পাশে ছিলাম,আছি এবং থাকব।