সিংগাইরে তালেবপুরে ভন্ড ফকির আলালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নে ভন্ড ফকিরের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

জানা যায়,বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভিকটিমের ১৪ মাসের শিশু অসুস্থ্য হয়ে পড়লে স্বামীকে নিয়ে ঐ ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে ফকির আলাল(৫০) এর কাছে নিয়ে যায়। ভন্ড ফকির আলাল ঝাঁড়-ফুঁ দেয়ার নাম করে প্রথমে হান্নান চেয়াম্যানের পুকুর পারে এবং পরে ভিকটিমের স্বামীকে দাঁড় করিয়ে পাশের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
পরে ঘটনাটি তার স্বামীকে জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়।শুক্রবার(১৭ ফেব্রুয়ারী)দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাটির সত্যতা শিকার করে বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম