কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুরে বিদ্যুৎ স্পর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, তালেবপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে আলামিন (১৯) বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় একই ইউনিয়নের তালেবপুর গ্রামের আসমা আক্তারের বাড়িতে বিল্ডিংয়ের কাজ করতে যায়।এ সময় ছাদে সেন্টারিং এর কাজ করার সময় আলআমিন ৩ ফুট উপর দিয়ে বয়ে যাওয়া এগার হাজার ভোল্টেজ তারের স্পর্শে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় তার সাথে থাকা রায়হান নামের অপর নির্মাণ শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়।
এ ব্যাপারে তালেবপুর ইউনিয়নের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে জানান, এ ব্যাপারে আমাদের অনুমোদন নেয়ার প্রয়োজন হলেও ঐ মহিলা সে অনুমোদন নেয়নি। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।