সিংগাইরে তালেবপুরে আওয়ামীলীগের প্রবীণ নেতাদের “সাথী সমাবেশ”

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে সোমবার (১০ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে তালেবপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রবীণ নেতাদের মিলন মেলা “সাথী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান মদনের সভাপতিত্বে ও প্রবীণ আওয়ামীলীগ নেতা খান মোহাম্মদ সবুরের সঞ্চালনায় তালেবপুর বাজারের পাশে অনুষ্ঠিত একটি বিল্ডিং এর ছাদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলী ইস্কান্দার আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শহিদূর রহমান শহিদ।

বিভিন্ন জনের মধ্যে বক্তব্য রাখেন, তালেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবিদূর রহমান খান তোতা, সাবেক সাধারণ সম্পাদক ও সাথী সমাবেশের আহবায়ক মো: শের আলী, বর্তমান ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আবু সাঈদ মোল্লা, সাধারণ সম্পাদক আবু কাওসার, প্রবীণ আওয়ামীলীগ নেতা শাহজাহান খান ও জামাল বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহিনূর রহমান শাহিন, এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা ও সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক জিএস আবুল হোসেন মারুফ প্রমুখ।

শিরোনাম