সিংগাইরে তালেবপুরের ইর্তায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের নতুন ইর্তা গ্রামের একটি পুকুর থেকে এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে,ঐ গ্রামে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের প্রজেক্টের পুকুরে বুধবার(১২ এপ্রিল) আনুমানিক বেলা ৩টার দিকে এলাকার আনুর শিশু কন্যা(৬) সহপাঠী নিয়ে গোসল করতে যায়। সহপাঠীদের সাথে খেলা করতে করতে হঠাৎ ঐ শিশু কন্যা নিখোঁজ হয়। তার পরিবারসহ লোকজন অনেক খোঁজাখুঁজি করে ঐ শিশু কন্যাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে ব্যর্থ হলে আনা হয় ডুবুরীর দল। রাত ১১টার দিকে ডুবুরীর দল ঐ শিশু কন্যার লাশ উদ্ধার করে। শিশু কন্যার লাশ উদ্ধারের পর ঐ পরিবারে কান্নার মাতম অব্যাহত আছে।

শিরোনাম