সিংগাইরে তালেবপুরের ইউপি চেয়ারম্যান রমজান আলী বিপুল ভোটে এগিয়ে


সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে এবারও রমজান আলীর গণজোয়ার। তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। তার গণজোয়ারের মূল কারণ হচ্ছে রেকর্ড ভঙ্গ উন্নয়নমূলক কাজ। তার উন্নয়ন মূলক কাজ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

তার মত অতীতের কোন চেয়ারম্যানই এত উন্নয়নমূলক কাজ করতে পারেননি। সে হিসেবে জনগণ তার প্রতি সন্তুষ্ট। তালেবপুরের ইতিহাসে তিনি যে উন্নয়ন মূলক কাজ করেছেন, তা বিরল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন ভোটার সাধারণ। ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছেন।

তিনি জানান, বিগত দিনের উন্নয়ন মূলক কাজ ও নাগরিক সেবার কথা বিচারেরর জন্য জনগণের উপর ছেড়ে দিলাম। বর্তমান চেয়ারম্যান মোঃ রমজান আলী আরো বলেন, এবার নির্বাচিত হতে পারলে তালেবপুর ইউনিয়নের চিত্র পাল্টে দেব। ডিজিটাল তালেবপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।


শিরোনাম