সিংগাইরে ঢাবির শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪) আত্মহত্যা করেছেন। ধর্মীয় অবমাননা করে একটি কমেন্টকে ঘিরে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়া ও পরিবারের ওপর সামাজিকভাবে ধর্মীয় চাপকে তার আত্মহত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে,গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন শাকিল। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ জামশা গ্রামে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাকিল উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

শিরোনাম