সিংগাইরে ডাকাতির রেশ কাটতে না কাটতেই আবারো ডাকাতি : আহত-২
স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা পুলিশ ফাঁড়ির অদূরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই উপজেলার বায়রা ইউনিয়নের নয়া বাড়ি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদলের আঘাতে আহত হয়েছে ২ জন।
জানা যায়, বুধবার দিবাগত (২১ এপ্রিল) রাত ১১ টার দিকে ঐ গ্রামের মুকসেদ আলীর বাড়িতে আনুমানিক ৮-৯ জনের একদল সশস্ত্র একদল ডাকাত প্রবেশ করে। ডাকাত দলটি পরিবারের সবাইকে জিম্মী করে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ্ এ সময় জিম্মি দশায় থাকা ডাকাত দলের আঘাতে মুকসেদ ও তার স্ত্রী আলেয়া বেগম গুরুতর আহত হয়। চিৎকার-চেঁচামেচিতে লোকজন এগিয়ে এলে ডাকাতরা কেটে পড়ে। আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি আসলাম হোসেন সংবাদ মাধ্যমকে জানান, এ ব্যাপারে মামলা নেয়া হয়েছে। বাদশা নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাদশা মিয়া মুকসেদের ভাগিনা। তাদের মধ্যে শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে।