সিংগাইরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু


 

মো: আতাউর রহমান ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় ঐ পরিবারে চলছে শোকের মাতম।

জানা যায়, উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামের মৃত. আব্দুল আজিজের পুত্র নজরুল ইসলাম বাবুল (৪১)বৃহস্পতিবার (৬ মে) খুব সকালে মোটর সাইকেলযোগে নিজ কর্মস্থল সাভারস্থ ফুলবাড়িয়ার ডাড গার্মেন্টস এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬ টার দিকে সিংগা-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিন্নাডাঙ্গি বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক চাপায় সে প্রাণ হারায়। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


শিরোনাম