সিংগাইরে ট্রাক চাপায় প্রাণ গেল ভ্যান চালকের,আহত-১

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় প্রাণ হারালো এক ভ্যান চালক।আহতের নাম জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার ও হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

জানা গেছে,ঢাকা অভিমুখী ইট বোঝাই একটি ট্রাক(কুমিল্লা ট-০৫-০০২৬) মহাসড়কের খেজুর বাগান সেতুর পূর্বপাশে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরো ১ জন।এ সংবাদ লেখা পর্যন্ত তা জানা যায়নি।মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম হায়দার,তার পিতার নাম জালাল,বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামে।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এদিকে ঘাতক ট্রাকটিকে জনতা ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডের নিকটে এসে আটক করে।এ সময় জনতা ঐ ট্রাকের হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে সিংগাইর থানা-পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম