রকিবুল হাসান বিশ্বাসঃ
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউসুফ(২০) নামের এক যু্বক নিহত হয়েছেন। মঙ্গলবার(১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল সানাইল এলাকার চকের ব্রীজ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ মানিকগঞ্জ সদর থানার চর গোবিন্দপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী ১টি ট্রাক বায়রা ইউনিয়নের বাইমাইল সানাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ১টি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান,এ ঘটনায় সড়ক দূর্ঘটনার আইনে মামলার প্রস্তুতি চলছে।