সিংগাইরে ট্রাকের ধাক্কায় অটো রিকশার ৮ যাত্রী আহত

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
লকডাউনেও থেমে নেই সিংগাইর-মানিকগঞ্জ মরণ ফাঁদ সড়কের দুর্ঘটনা। এবার সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ধল্লা বাসস্ট্যান্ডের অদূরে।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই, ২০২১) সন্ধ্যা ৭ টার দিকে একটি ইজি বাইকে ৭-৮ জন যাত্রী নিয়ে সিংগাইর অভিমুখী আসছিল। পথিমধ্যে রিকশাটি সড়কের বাস্তা বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারলে ফজলু নামে এক ব্যক্তিসহ ৮ যাত্রী আহত হয়। ফজলুকে বাস্তা বাসস্ট্যান্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাত ১২টার দিকে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকামুক্ত। অন্যান্য আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শিরোনাম