সিংগাইরে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মাটি হাওয়া, এলাকা তোলপাড়

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ মাটি বিক্রির টাকা লুটপাট হয়ে গেছে বলে অভিভাবক মহল মনে করছে। রাতারাতি বিল্ডিং ভাঙ্গার অংশ ও এর নিচে ভেকু দিয়ে খননকৃত মাটি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি ঐ বিদ্যালয়ের উত্তর পাশের একতলা বিল্ডিং ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য ঐ ভবন ভেঙ্গে ফেলা হয়। ভেঙ্গে ফেলা ভবনের অংশগুলোর কিছুটা ফেলা হয়েছে আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মাঠের পশ্চিমের জলাশয়ে। আর বাকি অংশ গুলো বিক্রি করে দেয়া হয়। এছাড়া ভেকু এনে রাতারাতি বিল্ডিং এর নিচের মাটি কেটে হাওয়া করে দেয়া হয়। জয়মন্টপ আখড়ার উত্তর পাশে, বিদ্যালয়ের এক শিক্ষক ও জয়মন্টপ ভুবন মাস্টারের পুকুরের পাশের এক ব্যক্তির জায়গাসহ বিভিন্ন স্থানে এসব মাটি বিক্রি করা হয়েছে। বিল্ডিং ভাঙ্গার অংশ ও মাটি বিক্রির যে নীতিমালা, সে নীতিমালা থোরাই কেয়ার করা হয়েছে। এ নিয়ে এলাকা এখন তোলপাড়। প্রশ্ন হচ্ছে, বিল্ডিং ভাঙ্গার অংশ ও মাটি বিক্রির মোটা অংশের টাকা গেল কেথায়? এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ম্যানেজিং কমিটির সদস্য জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না। প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহা জানান, এ মাটি বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশের জলাশয় ভরাট করা হয়েছে, কোন মাটি বিক্রি করা হয়নি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিরাজ-উদ-দৌল্লাহ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। ছবি-রিসাইজ

শিরোনাম