সিংগাইরে জয়মন্টপে সুদি টাকা না দেয়ায় ব্যবসায়ী আলআমিনের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপে সুদখোরদের সুদি টাকা না দেয়ায় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে সুদখোররা। এ নিয়ে জয়মন্টপ পুরাতন বাস্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়মন্টপ পুরাতন বাস্ট্যান্ডের মসজিদের পাশে চরদুর্গাপুর গ্রামের আলামিন ব্যবসা করে আসছে। ব্যবসার জন্য জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামের আনোয়ার, মামুন ও সুজনের কাছ থেকে সুদি করে টাকা ধার নেয়। সুদখোরদের দাবি অনুযায়ী সে টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় রোববার (২৯ আগস্ট) সকালে সুদি ব্যবসায়ীরা ঐ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় ঐ ব্যবসায়ীর সাথে তাদের বাকবিতন্ডা হয়।
পরে সুদি ব্যবসায়ীরা সদলবলে ঐ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।