সিংগাইরে জয়মন্টপে শ্বশুর বাড়ি থেকে চোলাইমদসহ জামাই গ্রেফতার
সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ৩০ লিটার চোলাই মদসহ শ্বশুর বাড়ি থেকে জামাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। ঐ জামাইয়ের নাম মোঃ সোহেল রানা (৩০)। গ্রেফতারকৃত জামাই বগুড়া জেলার ধুনট থানাধীন শিমুলকান্দি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।বুধবার (৩ আগস্ট) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ব্যাপারীপাড়া অভিযান চালিয়ে আসামির শ্বশুর জনৈক নংগ ব্যাপারীর বসতঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মানিকগঞ্জের একটি আভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে ৩০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। বর্তমানে শ্বশুর বাড়িতেই থাকতো সে।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।