সিংগাইরে জয়মন্টপে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ফকির পাড়ার নবা মাদবরের পুত্র জুলহাস (৩৫) কে পূর্ব শত্রুতার জের ধরে বেপারী পাড়ার একটি সশস্ত্র গ্রুপ তাকে কুপিয়ে হত্যা করে।

বুধবার (১২ জানুয়ারী) রাতে জয়মন্টপ বাসসট্যান্ড এলাকার নিকটে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় জখমের শিকার হয়েছে একাধিক জন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে শক্ত অবস্থান নিয়েছে। উত্তেজনা ঠেকাতে এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ব্যাপারে ওসি সফিকুল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

শিরোনাম