সিংগাইরে জয়মন্টপে চাঞ্চল্যকর জুলহাস হত্যার নেপথ্য কারণ
নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ ফকিরপাড়া গ্রামের চাঞ্চল্যকর জুলহাস হত্যার ঘটনা নিয়ে তোলপাড় অব্যাহত আছে। জুলহাসের পরিবারে কান্নার মাতম অবিরত আছে। সবার একটিই প্রশ্ন, আর তা হলো এমন কি অপরাধ করেছিল জুলহাস, যে তাকে এমন নির্মমভাবে হত্যা করা হলো?
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, জয়মন্টপ বেপারী পাড়া ও ফকির পাড়া বাচ্চাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আর এ মারপিটের ঘটনার জের ধরে ফকির পাড়ার ছেলেরা মারপিট করে বেপারী পাড়ার মজিবর ডাকাতের পুত্র দুলাল (৪০) কে। এ ঘটনায় দুলালের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় জুলহাসসহ অন্যান্যদের আসামী করা হয়।
গত বুধবার এ মামলায় জুলহাস জামিনে আসে। জামিনে আসার পর ঐ দিন সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে তার সহযোগী শহীদুলকে নিয়ে আসা মাত্র কাঠের চেলা ও ছোট ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আহত হন, আবাসের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম খোকন।
ফকির পাড়ার সবাই বলছেন, জুলহাসকে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে হত্যা করা হয়েছে। কারণ তিনি পরাজিত স্বতন্ত্র প্রার্থী বুরহান ফকিরের একনিষ্ঠ কর্মী ছিলেন। সে থেকেই তাকে মার্ক করা হয়েছিল। ইতিমধ্যে এ ঘটনায় ২১ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ১০-১২ জনকে। মামলায় দুলালের বাবা মজিবর ডাকাত (৭৫), রঙ্গ বেপারীর পুত্র মানিক (২৫) কে গ্রেফতার করা হয়েছে। রাকিব নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম জানান, আসামীদের ধরার জোর চেষ্টা চলছে।