সিংগাইরে জুলহাস হত্যার ঘটনায় ২১ জনকে আসামী করে মামলা

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে গত বুধবার সন্ধ্যার সময় প্রকাশ্যে জুলহাসকে পিটিয়ে হত্যার ঘটনায় ২১ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের বোন ছালেহা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এর আগে পুলিশ ঘটনার খলনায় দুলালের পিতা মজিবর ডাকাত (৭৫) কে আটক করে। তারপর আটক করে রঙ্গ বেপারীর পুত্র মানিক (২৫) ও রাকিব (২২) কে। পুলিশ মজিবর ডাকাত ও মানিককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অবস্থা সম্পর্কে জানকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীমকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। ছবি-রিসাইজ

শিরোনাম