নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের জায়গীর বাজারে এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীকে বাকবিতন্ডার সময় রগ কাটার হুমকি দেয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যবসায়ী মারা গেছে।
জানা গেছে, জায়গীর গ্রামের মৃত. আজিজের পুত্র ব্যবসায়ী আনোয়ার (৩৫) ও একই গ্রামের খলিল মেম্বারের পুত্র মাসুদ(৩৫) ঐ বাজারে পাশাপাশি ব্যবসা করে আসছিল। তুচ্ছ ঘটনার জের ধরে ১৭ অক্টোবর সকালে খলিল মেম্বার উত্তেজিত হয়ে আনোয়ারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় এদের মধ্যে উচ্চ বাক্য বিনিময় হয়। লোকজন এদের শান্ত করে। এরপর বিকেলে খলিল মেম্বারের পুত্র মাসুদ এসে ২য় দফায় আবারো হুমকি শুরু করে ঐ ব্যবসায়ীকে। বাকবিতন্ডার এক পর্যায়ে মাসুদ ঐ ব্যবসায়ীকে রগ কাটার হুমকি দিলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে হাসপাতালে নেয়া হলে ১৯ অক্টোবর ব্যবসায়ী আনোয়ার মারা যায়।
এর আগে ১৮ অক্টোবর আনোয়ারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং খলিল মেম্বার ও তার পুত্র মাসুদকে ধরে থানায় নিয়ে আসে। পরে তাদের ছেড়ে দেয়া হয়। লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, এ ঘটনায় একাধিক মহল মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। তবে ভিকটিম পরিবার কত টাকা পেয়েছে, তা জানা যায়নি।
এ ব্যাপারে থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।