নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা থেকে উধাও মাওলানার সন্ধান মিলেছে।
জানা যায়, উপজেলার জামির্ত্তার মোল্লা বাড়ি মসজিদের ইমাম ও উপজেলার গোবিন্দল-বকচর এলাকার বাসিন্দা মাওলানা কাওসার আহমেদকে রোববার (২০ জুন) মাগরিবের নামাযের পর তিনটি মোটর সাইকেলে ছয় ব্যক্তি এসে মসজিদ থেকে তাকে মারধর করে তুলে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছে, তাকে গোবিন্দলে পাওয়া গেছে। কাউন্সিলরের জিম্মায় আছেন তিনি। তবে কি কারণে এ ঘটনা ঘটল তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।