সিংগাইরে জামির্ত্তা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শোক সভা ও মিলাদ মাহফিল

 

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জামির্ত্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আমজাদ হোসেনের পরিচালনায় শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও জামির্ত্তা ইউনিয়নের জনপ্রিয় এবং শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী জননেতা আবুল হোসেন মোল্লা।

প্রধান বক্তা তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমার রাজনীতির প্রেরণার উৎস। ৪৬-তম শাহাদৎ বার্ষিকীতে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি বক্তব্যে আরো বলেন, শোককে শক্তিতে পরিনত করে আগামী ইউপি নির্বাচনে আপনারা আমাকে বিজয়ী করতে মাঠে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সেবক হয়ে, গোলাম হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে পাকের আলী, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শাহজাহান সাজু, আওয়ামীলীগ নেতা ইমরান ওরফে সাধু, যুবলীগ নেতা বখতিয়ার, জামির্ত্তা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আব্বাস উদ্দিন ও যুবলীগ নেতা শাহিনূর রহমান সেন্টু প্রমুখ।

অপরদিকে সন্ধ্যায় আবুল হোসেনের নেতৃত্বে ঐ ইউনিয়নের ডাউটিয়া বাজারে আরো একটি শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভা ও মিলাদ মাহফিল নিমিষেই লোকে লোকারণ্য হয়ে পড়ে। এ সময় জননেতা আবুল হোসেন আগামী ইউপি নির্বাচনে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

 

শিরোনাম