সিংগাইরে জামির্ত্তায় মোটর ও টিউবওয়েল চুরির হিড়িক

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তাতে টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। এমনকি চোরের দল স্কুলের নবনির্মিত ভবনে পানি দেয়ার মোটর চুরি করতে কোন দ্বিধাবোধ করছে না।

সূত্রে প্রকাশ,সম্প্রতি ঐ ইউনিয়নের বঙ্গবন্ধু মোড় সংলগ্ন উত্তর বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি মোটর রাতের বেলা কে বা কারা চুরি করে নিয়ে যায়। ইতিমধ্যে উত্তর বকচর, কহিলাতলি ও সুদক্ষিরা গ্রাম থেকে প্রায় ডজন খানেক নলকূপের মাথা চুরির ঘটনা ঘটে।

করোনা মহামারীতে লকডাউনের সময় এমন চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছে। এলাকাবাসী চুরিরোধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তথসূত্র-দবির উদ্দিন মুরাদ, ছবি-সংগৃহীত

শিরোনাম