সিংগাইরে জামির্ত্তার হাতনী কবরস্থান থেকে মরদেহের মাথার খুলি হাওয়া

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে কবরস্থান থেকে পাঁচটি মরদেহের মাথার খুলি হাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে,শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী কবরস্থানের ৫টি মরদেহের মাথার খুলি চুরি করে নিয়ে যায়। ভোরে হাতনী এলাকা ও পার্শ্ববর্তী লোকজন কবরস্থানে গিয়ে খুলিবিহীন মরদেহ দেখতে পায়।পড়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শান্তিপুর (বাঘুলী) তদন্ত কেন্দ্রের ইনচার্জ রণজিত জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

শিরোনাম