সিংগাইরে জামির্ত্তার স্বতন্ত্র প্রার্থী জননেতা আবুলের গণজোয়ার তীব্র হচ্ছে
নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ইউপি নির্বাচনে জামির্ত্তার স্বতন্ত্র প্রার্থী জননেতা আবুল হোসেন মোল্লার গণজোয়ার আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে ভোটার সাধারণ ততই তার দিকে ঝুঁকে পড়ছে। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর তার এ জনপ্রিয়তা আরো বেড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, দিন যতই গড়াবে ততই জননেতা আবুলের গণজোয়ার প্রকট আকার ধারণ করবে। বাঁধ ভাঙ্গা গণজোয়ার টাকায় বিকিকিনি হচ্ছে না। প্রতিপক্ষ দলীয় মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের হুমকি-ধামকি ও রক্তচক্ষু বাঁধ ভাঙ্গা জোয়ারের নিকট বড়ই ম্লান। জননেতা আবুল সমর্থকরা বিজয় ছাড়া কিছুই ভাবছে না। আবুলের বিজয় মাল্য নিয়েই তারা মাঠ ছাড়বে।তাদের ভাষায়, কোন অশুভ শক্তি বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তা তারা প্রতিহত করবে। প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত।
আবুল জানান, বঙ্গবন্ধুর আদর্শ আমার রাজনীতির হাতেখড়ি। জনগণ নিয়েই আমার সংসার। এ সংসারের সদস্যরা যাতে সুখে থাকে, ভাল থাকে তার জন্য আমি জীবন উৎসর্গ করেছি অনেক আগেই। বঙ্গবন্ধুও আমাদের জন্য তাই করে গেছেন। এ বিজয় হবে জনগণের, এ বিজয় হবে বঙ্গবন্ধুর আদর্শের।