সিংগাইরে জামির্ত্তার স্বতন্ত্র প্রার্থী জননেতা আবুলের জনসমর্থন বেড়েই চলেছে

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তার স্বতন্ত্র প্রার্থী জননেতা আবুল হোসেনের জনসমর্থন বেড়েই চলেছে। দিন যাচ্ছে আর তার জনসমর্থন আশংকাজনকহারে বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত নির্বাচনে তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তিশালী প্রার্থী ছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, তিনি পরাজিত হয়েছিলেন। সৎ, বিনয়ী আওয়ামীলীগের নেতা দুঃসময়ে দলের জন্য অসামান্য অবদান রেখেছেন। পরাজিত হয়ে বিগত ৫টি বছর দলের জন্য, জনগণের জন্য কাজ করেছেন। জনগণের পাশেই কাটিয়েছেন।

কিন্তু জনগণ এবার ভুল করতে নারাজ। তাদের জননেতার বিজয় নিশ্চিত করে তবেই ঘরে ফিরতে চান। ধারণা করা হচ্ছে দিন যতই যাবে আবুলের জনসমর্থণ ততই বাড়বে। তার তুমুল গণজোয়ার কিছুতেই রোধ করা যাবে না। কি টাকা, কি ক্ষমতার অপব্যবহার কিছুতেই দমানো যাবে না।

আবুল জানান, যে ইউনিয়ন আমাকে জননেতায় ভূষিত করেছে, সে জনগণের জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। রাজনীতি করে কোন দিন গাড়ী-বাড়ির স্বপ্ন দেখিনি। জনপ্রতিনিধি হিসেবেও সে স্বপ্ন দেখব না। জনগণের সুখ-শান্তি হচ্ছে, আমার প্রকৃত গাড়ী-বাড়ি। ১১ নভেম্বর নির্বিঘ্নে সারদিন আনারস মার্কায় ভোট দিন। জয় বাংলা-জয়বঙ্গবন্ধু।

শিরোনাম