নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের আবারো স্বতন্ত্র প্রার্থী জননেতা আবুল হোসেন মোল্লা। ইতিমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ শুরু করেছেন। তার নিজ দল যতই তাকে মনোনয়ন বঞ্চিত করছে, জনসাধারণ ততই তার দিকে ঝুঁকে পড়ছে। জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন না দেয়ায়, দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে এ নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন। জামির্ত্তার প্রতিটি স্থানে, প্রতিটি জায়গায় তার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, অতীতে এ রকম জন বিস্ফোরণ আর দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্দিনের ছাত্রলীগ রাজনীতি তার হাতে খড়ি। সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন নিজের দলের জন্য। তৃণমূল থেকে জেলা পর্যায় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সারাটা জীবন স্বচ্ছ রাজনীতির ধারায় নিজেকে উৎসর্গ করেছেন। দল ক্ষমতার দোহাই দিয়ে গাড়ী-বাড়ির মালিক বনে যাননি। গত নির্বাচনে তিনি দলের শক্তিশালী প্রার্থী ছিলেন।
অভিযোগ রয়েছে কাউন্সিলর ভোট কারসাজির মাধ্যমে তার মনোনয়ন ছিনিয়ে নেয়া হয়েছিল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। পরাজয় বরণ করলেও সন্মানজনক ভোট লাভ করেছিলেন। তাছাড়া পরাজয় বরণ করেও তিনি বিগত ৫ বছর জনগণের পাশে ছিলেন। সুখ-দুঃখের সারথী হিসেবে জনগণ তাকে পাশে পেয়েছে। করোনা ও বন্যার্তকালীনে যথাসাধ্য সাহায্য করেছেন। এবারও তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
তবে গতবারের চেয়ে এবার হিতে বিপরীত। এবার তাকে নিয়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ তার বিজয় ছাড়া কিছুই ভাবতে পারছে না। জামির্ত্তার সব এলাকা, সব স্থানে তার গণজোয়ার পরিলক্ষিত হচ্ছে। আবুল হোসেন মোল্লা জানান, অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমিই এবার বিজয় লাভ করবো ইনশাল্লাহ। জনগণকে স্বপ্নের ডিজিটাল জামির্ত্তা উপহার দেব এ প্রতিশ্রুতি ব্যক্ত করছি।