মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের জনগণ আগামী নির্বাচনে জননেতা আবুল হোসেন মোল্লাকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এছাড়া জনগণ অন্য কিছু ভাবছে না, ভাবতে পারছে না। ভোটার সাধারণের ভাষায়, ঐ চেয়ারের হক দাবিদার আবুল। কারণ গত নির্বাচনে আবুল দলের মনোনয়নের ক্ষেত্রে হক দাবিদার ছিলেন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছিল।
এবার তিনি সরাসরি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনী মাঠ তার দখলে। ভোটার সাধারণ টাকা ও ক্ষমতার দাপটের কাছে নতি শিকার করবে না। জনগণ আবুলের বিজয়ের মুকুট নিয়ে তবেই ঘরে ফিরবে। প্রতিপক্ষের হুমকিকে তারা পরোয়া করছেন না। তাদের শুধু একটিই বুলি, ভোট দিব ভাই আনারসে, জিতে যাবে অনায়াসে। আবুল জানান, জনগণের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ।