সিংগাইরে জামশা বাজার থেকে ক্যাশবাক্স চুরি করা সেই চোর আটক

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামশা বাজার থেকে ক্যাশবাক্স চুরি করা সেই চোরকে ভিডিও ফুটেজের সূত্র ধরে আটক করেছে জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ গোলাইডাঙ্গা গ্রামের রনু মাহাকাররির ছেলে শিমুল সম্প্রতি জামশা বাজারের নিজামীয়া স্টোর থেকে ক্যাশ বাক্স চুরি করে । মঙ্গলবার ( ১৯ অক্টোবর) পুনরায় অন্য একটি দোকান থেকে চুরি করার সময় ভিডিও ফুটেজের সূত্র ধরে জনগণ চোর শিমুলকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।

শিরোনাম