সিংগাইরে জামশায় সংখ্যালঘুর বাড়িতে সাদ্দাম বাহিনীর হামলা, লুটপাট : আহত-৪

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামশায় সংখ্যালঘুর বাড়িতে সাদ্দাম বাহিনীর হামলা চালিয়েছে। হামলায় আহত হয়েছে ৪ জন। স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার মূল ঘাতক সাদ্দামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

 

সরেজমিন তদন্তে জানা যায়, জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের মৃত. নাজার আহমেদ এর স্ত্রী জহুরা (৩০) এর ভাড়াটে এলাকার ত্রাস, সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর সদস্যরা রোববার (১৭ অক্টোবর) সকালে সংখ্যালঘু মৃত. যতীন্দ্র বিশ্বাসের ছেলে রতন (৪৫) এর বাড়ির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণের নামে হামলা চালায়।

এ সময় সাদ্দাম ও তার বাহিনীর সদস্যরা রতনের একটি দেয়াল আংশিক ভাংচুর করে। এরপর তারা রতনের বাড়িতে হামলা চালায়। হামলায় আহত হয় রতন, স্ত্রী শুক্লা, পুত্র সজীব ও বৃদ্ধ মা। সজীব পাশের সাইয়েদ আলীর বাড়িতে পালিয়ে প্রাণে বাঁচে। এ সময় সাদ্দাম ও তার বাহিনীর সদস্যরা ঘরের বিভিন্ন জিসিসপত্র ভাংচুরসহ তল্লাশি চালিয়ে ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে বলে বাড়ির লোকজন জানায়। আহত ৪ জনের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলেও হাসপাতালে যেতে হয়েছে রতনকে।

ঘটনার ১ দিন পর থানায় মামলা হলে পুলিশ মূল নায়ক সাদ্দামকে গ্রেফতার করে। বুধবার (২০ অক্টোবর) পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সাদ্দামকে প্রধান আসামী করে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।

শিরোনাম