সিংগাইরে জামশার মাটিকাটায় পুত্র বধূর হাতে প্রাণ গেল শ্বাশুড়ীর

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নের মাটিকাটা গ্রামে পুত্রবধূর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় শ্বাশুড়ীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড পুত্রবধূ।এ ঘটনায় পুলিশ ঐ পুত্রবধূকে আটক করেছে।

জানা গেছে,ঐ গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের বড় ছেলে রাসেল প্রবাসী। স্বামী প্রবাসে থাকার সুযোগে পুত্রবধূ আইরিন(২০) পরকীয়া প্রেম চালিয়ে আসছিল।পরকীয়া প্রেম নিয়ে ঐ পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকত। মঙ্গলবার(৯ জানুয়ারী) আনুমানিক রাত ১১ টার দিকে ভিকটিমের নিজ বাড়িতে এ নিয়ে পুত্রবধূ ও শ্বাশুড়ী তহুরা খাতুন(৫৫) এর মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে আইরিন টর্চ লাইট দিয়ে শ্বাশুড়ীর মাথায় সজোরে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে শ্বাশুড়ী। এরপর রিকাঘাত করে শ্বাশুড়ীর মৃত্যু নিশ্চিত করে সটকে পড়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে দেয়।এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান,ঐ গৃহবধূকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম