সিংগাইরে জামশার কালিগঙ্গা নদীতে কচুরিপানার জট,নৌ-চলাচল বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানকিগঞ্জের সিংগাইরে জামশার কালিগঙ্গা নদীতে কচুরিপানা আটকে যাওয়ায় নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চলছে কচুরিপানার উপর সখ বশত হাঁটা চলা-ফেরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদী পথে যাতায়াতকারী সুবিধাভোগীরা।
জানা গেছে,নদীর জটবদ্ধ কচুরিপানার ওপর দিয়ে হেঁটে কৌতূহলী লোকজন পার হচ্ছেন। এতে যেকোনো সময় পানিতে ডুবে প্রাণহানির আশঙ্কা করছেন অনেকেই। সূত্র জানায়,মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ পাশ ঘেঁষে পূর্ব-পশ্চিমে বয়ে যাওয়া কালিগঙ্গা নদী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের লোকজনের নদীপথে ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌপথ। এ নদীর জামশা ব্রিজ সংলগ্ন স্থানে কচুরিপনার এমন ভয়াবহ জটের সৃষ্টি হওয়ায় সকল নৌযান বন্ধ রয়েছে। গতকাল সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।