স্টাফ রিপোর্টার ঃঃ
সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৮ জানুয়ারি থেকে উপজেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ শুরু হয়।এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন এর সার্বিক নির্দেশনায় পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক,সাবেক জাতীয় ক্রীড়াবিদ,সভাপতি শারীরিক শিক্ষাবিদ সমিতি মো. আলতাফ হোসেন। অফিসিয়াল দায়িত্ব পালন করেন সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, হারুন অর রশিদ,শাজাহান দুলাল,আজিজুর রহমান বাদশা প্রমুখ। খেলার আম্পিয়র ও রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুস সালাম, সনজ সরকার, আলোকহোসেন,মনিরুজ্জামান,ফজলুল হক,হাবিবুর রহমান,মো. আজাদ রহমান,ইমান আলি,সাইফ সুজন,আশিকুর রহমান। ক্রিকেট,ভলিবল,ব্যাডমিন্টন(ছেলে-মেয়ে) প্রায় চূরান্ত পর্যায়ে শেষ হলেও চলমান খেলার অ্যাথলেটিকস ও সাইক্লিং (ছেলে-মেয়ে) ২৪ ও ২৫ জানুয়ারি এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা নিয়ন্ত্রণে আরো কঠোর বিধিনিষেধ ও করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তোরকল্পে আবার স্কুল-কলেজসহ সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার চারমাসের মাথায় আবার বন্ধ ঘোষণা করা হয়েছে।সেইসাথে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের অনুষ্ঠান।
দেশে ভয়াবহ রূপ নিয়েছে করোনা।প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ।করোনা এ উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও সংক্রমণের নতুন ধরণ ওমিক্রণের নিয়ন্ত্রণ ঠেকাতে শুরু থেকে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এ চলমান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী নির্দেশনা না পাওয়ার আগ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য গত ৬ জানুয়ারি সিঙ্গাইর উপজেলা অফিসার্স ক্লাবে এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান,সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।