সিংগাইরে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক রিয়াজুল হক আর নেই

কোহিনূর ইসলাম রাব্বিঃ
সিংগাইরের ঐতিহ্যবাহী জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নয়াপাড়া-কামুড়া ঈদগাহ ও কবরস্থান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ রিয়াজুল হক বিএসসি আর নেই। শুক্রবার (২৪ মার্চ) রাত ১১.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র,২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুর খবরে এলাকার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর জানাযা নামাজ বেলা ১১ টার সময় নয়াপাড়া-কামুড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাযায় মানুষের ঢল নামে। তিনি বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্ট্রোক করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শিরোনাম