কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসা ২ ছাত্রী উধাও নাকি প্রেমের টানে ঘর ছেড়েছে তা নিয়ে শোরগোল বেড়েই চলেছে।
জানা গেছে,ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও ঐ দুই ছাত্রীর সন্ধান মিলেনি।পরিবার দিনাতিপাত করছে উদ্বিগ্ন-উৎকন্ঠায়।তারা দুজন সিঙ্গাইরের জয়মন্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী।নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলো উপজেলার জয়মন্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা এবং ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার। থানা-পুলিশ জানায়,তাদের উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে।
ৎ