সিংগাইরে জয়মন্টপে গলা কেটে রায়হান হত্যার ঘাতক ছোট ভাই পাকড়াও

প্রতিনিধি,সিংগাইর(মানিকগঞ্জ)ঃ

মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ ফকির পাড়ায় চাঞ্চল্যকর বড় ভাই রায়হান হত্যার মামলায় ঘাতক ছোট ভাইকে পুলিশ পাকড়াও করেছে।

জানা গেছে,রোববার(৯ এপ্রলি) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে শারজাহানের মেঝো পুত্র নোমান(২৬) পাশে শায়িত অবস্থায় ঘুমন্ত বড় ভাই রায়হান(২৮)কে গলা কেটে হত্যা করে গা-ঢাকা দেয়।বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকালে পুলিশ গোপন সংবাদরে ভিত্তিতে ঘাতককে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

শিরোনাম