সিংগাইরে জয়মন্টপে খেদান ঘোষের কন্যা রেনুর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ বেপারী পাড়ায় খেদান ঘোষের কন্যা রেনুর বিরুদ্ধে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

জানা গেছে,সংখ্যালঘু ঐ কন্যা সম্প্রতি তার বাড়ি নির্মাণ কাজ শেষ করেন।সরেজমিনে দেখা যায়,রাস্তার পাশে বাড়তি যায়গা না রেখেই তিনি বাড়ি নির্মাণ করেন।সেই সাথে তিনি রাস্তা দখল করে বাড়ির সামনে পাকা করেন।এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য মোঃ লুৎফরের দৃষ্টিতে আসার পর তিনি গ্রাম পুলিশদের তা ভাঙ্গার নির্দেশ দেন।গ্রাম পুলিশ পাকাকরণ আংশিক ভেঙ্গে ফেলে। লুৎফর মেম্বার বাড়ির সামনে পাকাকরণ সম্পূর্ণ ভেঙ্গে বাড়ি ভাঙ্গার নির্দেশ দিলেও তা আজ অবধি ভাঙ্গা হয়নি।এ ব্যাপারে ইউপি সদস্য লুৎফর পাল জানান,আমি নির্দেশ দিয়েছি,কিন্তু আমার কথা কানে দিচ্ছে না।

শিরোনাম