সিংগাইরে জয়মন্টপে ওসির সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মাদক নির্মূল, বাল্যবিবাহ, ইভটিজিং রোধ, চুরি ডাকাতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার শাদাতের সভাপতিত্বে ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস হোসেনের পরিচালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্যে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়মন্টপ ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বাচ্চু, জয়মন্টপ ইউনিয়নের জামায়াতে ইসলামীর
সভাপতি জাহিদ মুহাম্মদ মহিবুল্লাহ মহিদ, আবুল কালাম আজাদ, ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, চর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া, জয়মন্টপ ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামাল হোসেন মুন্সি, সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক মুত্তালিব, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. হাবিবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিরোনাম