সিংগাইরে জয়মন্টপের ভাকুমে অলি মেম্বার ধর্ষণ করলো প্রতিবন্ধী কন্যাকে

স্টাফ রিপোর্টারঃ
সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে সাবেক এক ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধী কন্যা ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনায় লম্পট ঐ ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

জানা গেছে, রোববার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে ঐ গ্রামের দোয়াত আলীর প্রতিবন্ধী কন্যা(৩০)বাড়ির নিকটে হাঁটাহাটি করছিল।এ সময় একই গ্রামের সাবেক ইউপি সদস্য অলি আহমেদ মোল্লা(৬০) মদ্যপ অবস্থায় ঐ প্রতিবন্ধী কন্যাকে ধরে নিয়ে পাশের এক নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে।লোকজন টের পেয়ে উভয়কে হাতে-নাতে ধরে ফেলে।মেম্বার অলি মোল্লাকে জনতা পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে মামলা হয়েছে। থানার ওসি জিয়ারুল ইসলামের সাথে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

শিরোনাম