সিংগাইরে জয়মন্টপের কমলনগরে ভূমিদস্যুদের আতংকে দীপু ও তার পরিবার

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপের কমলনগরে ভূমিদস্যুদের আতংকে দিনাতিপাত করছে ঐ গ্রামের দীপু ও তার পরিবার। হামলার শিকার হতে পারেন এ আশংকায় তাদের সদা তাড়া করছে।

জানা গেছে,ঐ গ্রামের শিবলু ওরফে দীপু তার নিজ বাড়ির পিছনে এক সংখ্যালঘু ব্যক্তির জমি ক্রয়ের চেষ্টা করে।তার এ চেষ্টাকে ভন্ডুল করে দেয় এলাকার ভূমিদস্যুরা।আর সে সম্পত্তি ভূমিদস্যুরা ক্রয় করে সম্প্রতি দীপুর বাড়ির বেড়া(যা রডের তৈরি) কেটে ও ভেঙ্গে ফেলে। প্রতিবাদ করলে অনবরত হুমকি প্রদর্শন করছে তারা।এ নিয়ে দীপু থানায় অভিযোগ করলে সমস্যাটি থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান মীমাংসার চেষ্টা করেন।কিন্তু মীমাংসা হয়নি।

দীপু জানান,প্রায়ই মাদকের আসর বসে এখানে।চরম নিরাপত্তাহীনতায় আছি।আমি আবারো আইনের আশ্রয় নিব বলে ঠিক করেছি।

শিরোনাম